আজকে আমরা জানবো কিভাবে ল্যাপটপের সাউন্ড লেভেল অনেক বেশী বাড়ানো সম্ভব। আপনি হয়তো জানবেন ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপের সাউন্ড লেভেল খুব একটা উৎকৃষ্ট মানের না।
পদ্ধতিটি খুবই সহজ এবং এটি উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ৭ এবং খুব সম্ভবত উইন্ডোজ ৮ এও দারুণভাবে কাজ করে।
নিচে পুরো প্রক্রিয়াটি আপনাদের সুবিধার্থে বিস্তারিত উল্লেখ করা হল:
১) স্টার্ট মেনুতে গিয়ে কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন।
২) এরপর Hardware and Sound এ ক্লিক করুন। আপনি নিচের ছবির মত কিছু একটা দেখতে পাবেন।
৩) ম্যানেজ অডিও ডিভাইসে ক্লিক করুন।
৪) এখন আপনি কি ডিভাইস ব্যবহার করছেন তাতে ক্লিক করতে হবে এবং তারপর Properties এ ক্লিক করুন। সুবিধার জন্য নিচে ছবি দেওয়া হল।
৫) এখন Enhancement ট্যাবে ক্লিক করুন।
৬) এরপর “Loudness Equalization” ইফেক্টটি যাচাই করুন।
কাজটি সম্পন্ন হয়েছে। এখন আপনি যেকোনো ফাইল ওপেন করে সাউন্ড যাচাই করতে পারেন। কোনরকম সমস্যা ছাড়া আপনি পারফেক্ট সাউন্ড শুনতে পাবেন।
ধন্যবাদ সবাইকে। যেকোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন।