আগেরদিন আমরা দেখেছিলাম কিভাবে নিজের পিসিতে একটি ভার্চুয়াল হোষ্ট তৈরি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে অনলাইন সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যথারীতি ভিডিওটি ইংরেজী ভাষায়।
আমরা যদি একটি ভালো মানের হোষ্টিং এর কথা বিবেচনা করি তবে তার সাথে ব্যবহারকারীর জন্য cPanel থাকতে হবে। কারন cPanel ইউজার ফ্রেন্ডলি এবং সব প্রয়োজনীয় টুলস এখানে খুব সুন্দরভাবে সাজানো থাকে। cPanel দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অনেকটা ডাল-ভাতের মত। পুরো প্রক্রিয়াটি অটোমেটেড। আসুন ভিডিওটি দেখা যাক।
এই প্রক্রিয়াটি ছাড়াও ওয়েব সার্ভারে Manually ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায়। অনেক সময় যদি আপনি এমন একটি হোষ্ট ব্যবহার করেন যা অটোমেটেড ইন্সটল এর সফটওয়্যার সাপোর্ট করে না তবে কাজটি আপনাকে Manually করতে হবে। এ জন্য আগে আপনাকে যা যা করতে হবে-
০১. আপনার ডোমেইনটি Addon/Main Domain হিসেবে Attach করা।
০২. cPanel থেকে নতুন ডাটাবাসে বানানো, সাথে ডাটাবেইজ ইউজার এবং পাসওয়ার্ড।
০৩. FTP দিয়ে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডোমেইনের রুট ফোল্ডারে আপলোড করা।
০৪. এরপর আপনার ডোমেইনটি ব্রাউজারে গিয়ে ব্রাউজ করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।
আসুন পুরো প্রক্রিয়াটি আমরা ভিডিওতে দেখি।
রিসোর্সেসঃ
০১. ওয়ার্ডপ্রেসঃ http://wordpress.org/download/