ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আজ অনেক বছর হলো- অনেক কিছু শিখেছি এবং এখনও শিখছি। এতদিন কাজ করতে গিয়ে যা দেখেছি- অনেক নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী সব থেকে বেশি যে জিনিসটির খোঁজ করে থাকেন তা হলো একটি ভালো ডিজাইন বা থিম। আর নতুনদের অনেকেরই সামর্থ্য হয় না পেইড থিম কিনে ব্যবহার করার। তাই আজকে কিছু সাইটের লিঙ্ক দিচ্ছি যেখান থেকে আপনার বেশ ভাল কিছু থিম নামাতে পারবেন বিনামূল্যে।
০১. ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিঃ সব থেকে ভাল এবং নিরাপদ হয় যদি আপনি আপনার থিমটি এখান থেকে নামান। কারন এখানকার সবগুলো থিম ওয়ার্ডপ্রেস দ্বারা ভেরিফাইড এবং নিরাপদ।
০২. থিমফরেস্টঃ Themeforest হচ্ছে Envato এর থিমের বাজার। এখানে আপনার যেকোন ধরনের থিম বা প্লাগিন পাবেন। নিজের বা ক্লায়েন্টের জন্য বেশ কিছু ভাল মানের থিম এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। থিমফরেস্টের বেশিরভাগ থিমই পেইড এবং মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলে তারা এখানে থিম আপলোড করতে দেয় না। পেইড থিম বাদেও এখানে কিছু ফ্রি থিমও পাবেন।
০৩. টরেন্টঃ টরেন্ট সাইট থেকে থিম নামাতে আমি সবসময় নিরুতসাহিত করি। কিন্তু তারপরও টরেন্টে প্রচুর পেইড থিম ফ্রিতে পাওয়া যায়। টেস্ট করার জন্য বা ডেভেলপমেন্ট সাইটে এইসকল থিম ব্যবহার করতে পারেন। তবে লাইভ করার আগে অবশ্যি কোড চেক করে নেবেন বা পেইড থিম কিনে নেবেন। নাহলে সাইট হ্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকে।
০৪. mythemeshop: শুধুমাত্র ফ্রী রেজিষ্ট্রেশন করেই নামাতে পারবেন অনেক অসাধারন ফ্রী-থিম এখান থেকে। এদের থিমগুলো আকারে ছোট এবং যেকোন সার্ভারে চলার উপযোগী। অসাধারন কিছু প্লাগিনের সাথে সাথে এরা পেইড এবং ফ্রি দুই ধরনের থিমই আপনাকে দেবে।
০৫. ব্লগরন কমিউনিটিঃ আমরা নিজেরাও কমদামে পেইড থিম দিয়ে থাকি আমাদের ব্যবহারকারীদের। সেজন্য আপনি আমাদের ফোরামের থিম সেকশনে গিয়ে পোস্ট করতে পারেন বা মেইলের মাধ্যমে জানাতে পারেন। আপডেট ভার্সন আসার সাথে সাথে সেটাও পেয়ে যাবেন। তবে আমরা কোন লাইসেন্স প্রদান করি না।
সব থেকে ভাল হয় যদি আপনি পেইড থিম গুলো কিনে ব্যবহার করতে পারেন। তাহলে সাপোর্ট এবং বাগ সহ থিম বা ম্যালওয়ার ইন্সটল হবার কোন সম্ভাবনাই থাকে না। আমি ব্যক্তিগত ব্লগ গুলোতে মাইথিমশপ এর থিম ব্যবহার করি এবং নিজের স্কিন নিজেই বানিয়ে নেই চাইল্ড থিম ব্যবহার করে।
থিম নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।