আচ্ছা ভাবুন তো google.com এ GOOGLE লোগোর বদলে যদি আপনার নাম লোগো হিসেবে ব্যবহার করা যায় তবে কেমন হয়! সত্যি চোখের ভ্রু কুচকে যাবার মতন একটা কথা! হা, আজ আমি আপনাদের সাথে ছোট্ট কিন্তু মজার একটি ট্রিক্স শেয়ার করবো যা দিয়ে আপনি সহজেই আপনার নাম কে গুগল হোম পেজে লোগ হিসেবে ব্যবহার করতে পারবেন।
গুগল এর লোগোর পরিবর্তে নিজের নাম বা অন্য কোন লিখা ব্যবহার করার জন্য অনেক অনলাইন ওয়েব সাইট রয়েছে। তবে এদের মধ্যে FunnyLogo সাইটটি খুব সহজেই ব্যবহার করার উৎকৃষ্ট একটি পেজ। লিঙ্কটিতে ক্লিক করে ওয়েব পেজটি অন করুন। নিচের মতন করে একটি পেজ ওপেন হবে।
এবার আপনি যে নামটি লিখতে চান তা প্রথম বক্স (Step 1/ Enter Your Name)-এ লিখুন। এবার নিচের অপশন (choose a style) গুলো থেকে গুগল স্টাইল অপশনটি সিলেক্ট করুন। এর পর “Create My Search Engine” বোতামে চাপ নিয়ে তৈরি করে নিন আপনার নিজের নামের লোগো সম্বলিত সার্চ ইঞ্জিন। আর হাঁ, আপনার এই তৈরি করা সার্চ ইঞ্জিন পেজটিকে হোম পেজ বানিয়ে বন্ধুদের চমকে দিতে ভুলবেন না যেন।
উদাহরণ হিসেবে Web School BD নামে তৈরি করা একটি পেজ দেয়া হল।
সবাই ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।