আজকের পোষ্ট, কিভাবে ছবি থেকে একটি নির্দিষ্ট রঙ পরিবর্তন করে অন্য রঙ ব্যবহার করা যায়। নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমরা কি করতে চাচ্ছি! হা, এই পোস্টের জন্য অনেকেই অপেক্ষা করে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না! তবে চলুন দেখে নেই।
ফটোশপে রঙ পরিবর্তনের কাজটি খুব সহজেই এবং সুন্দর ভাবে করতে পারা যায়। নিচে আমরা যে ছবিটি দেখছি সেখানে আমি বাম পাশের ছবিটির নীল রঙ এবং নীল রঙ-এ লিখা Aloha অংশটুকুন পরিবর্তন করে লাইট হলুদ রঙ করে দিয়েছি। কাজটি করার জন্য ফটোশপ CS6 সফটওয়্যারটি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।
- Image > Adjustments > Replace Color বাছাই করুন। এবার ইমেজ থেকে একটি রঙ পছন্দ করে নিন। এক্ষেত্রে ছবিতে ব্যবহৃত কালার থেকে কিছুটা Purest রঙ পছন্দ করুন। এতে করে কালার পরিবর্তিত হলেও ছবির Roughness অনেকাংশেই কম থাকবে। যা ছবিকে অপরিবর্তিত থেকে রঙ পরিবর্তনে সহায়তা প্রদান করবে। আপনার পছন্দানুযায়ী আপনি Fuzziness, Lighting, Hue, Saturation এর মান গুলো পরিবর্তন করে নিন।
- এবার যোগ চিহ্ন সম্বলিত ড্রপার সিলেক্ট করে নিন রঙ পরিবর্তন করে নেবার জন্য। নীল যে যে অংশ গুলো এখনো পরিবর্তিত হয়নি যেসব যায়গায় ক্লিক করে রঙ পরিবর্তন করে নিন। কিছুটা সময় নিয়ে কাজটি ভালো মতন সম্পন্ন করে নিন। এক্ষেত্রে যদি অন্য কোন রঙের উপর ভুলে চাপ পরে কোন রঙ পরিবর্তিত হয়ে যায় তবে Ctrl+ z চেপে Undo করে নিন।
- রঙ রিপ্লেস করা শেষ হয়ে গেলে OK চেপে বেড় হয়ে আসুন।
ব্যাস কাজ শেষ।
- এবার নতুন ইমেজটি অন্য নামে সেভ (EX: yellow_aloha.psd) করে রাখুন। এতে করে আগের আসল ইমেজটিও থেকে যাবে আর আপনি নতুন ইমেজ তো পেয়েই গেলেন!
আশা করি পোস্টটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।