অনেক সময় ভাইরাস বা অন্য কোন কারণে আমাদের কম্পিউটার সিস্টেমের REGISTRY ENTRY অথবা ফাইল নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে Windows XP রিপেয়ার করার জন্য আমরা সাধারণত সিস্টেম ফরম্যাট, Bootable CD ব্যবহার করে Windows XP রিপেয়ার করার মত পদ্ধতিগুলোই ব্যবহার করে থাকি। আজকে আমরা যে পদ্ধতিটি জানবো তার মাধ্যমে Bootable CD অথবা সিস্টেম ফরম্যাট ছাড়াই Windows XP রিপেয়ার করা সম্ভব হবে। এই পদ্ধতিকে বলা হয় Web Folders XP Repairing System.
Windows XP রিপেয়ার এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- Start চাপুন, Run এ প্রবেশ করুন এবং টাইপ করুন webfldrs.msi
- নতুন একটি উইন্ডো চালু হবে, সেখানে Reinstall Mode সিলেক্ট করুন।
- আবার নতুন একটি উইন্ডো চালু হবে, সেখানে আপনার পছন্দ মত অপশনগুলোতে টিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন।
কিছু সময় পর উইন্ডোজ রিপেয়ারিং প্রক্রিয়া শেষ হলে এটা আপনাকে সিস্টেম Restart এর জন্য জিজ্ঞেস করবে। এরপর আপনি সিস্টেম Restart করলেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে। যেকোনো সমস্যা, জিজ্ঞাসা বা মতামতের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।।