ব্লগিং শুরু করার আগে যে জিনিস গুলো জানা দরকার তার মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা শেখা সব থেকে জরুরি। আজকে আমি শেয়ার করব একটি ভিডিও যাতে দেখানো হয়েছে কিভাবে নিজের পিসিতে ওয়াম্প সার্ভার ব্যাবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এখানে বলে রাখা ভাল যে ওয়াম্প সার্ভার ইনস্টল করে আমরা আমাদের পিসি কে একটি অনলাইন সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি।
ইউটিউবের বেশিরভাগ ভিডিও ইংরেজী ভাষায়। আপনি যখন ব্লগিং শিখতে আসবেন তখন ইংরেজী না জানলে আপনি কোনভাবেই ব্লগিং করতে পারবেন না। তারপরেও আমি চেষ্টা করেছি সহজবোধ্য একটি ভিডিও খুজে বের করতে।
এরপর পর্যায় ক্রমে আমরা দেখব কিভাবে অনলাইন সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। যারা বুঝতে পারবেন না দয়া করে কমেন্ট করে জানান।