আজকে আমি একটি মজার ট্রিক্স শেখাবো, যা আপনাদের text থেকে audio convert করতে সাহায্য করবে। এ পদ্ধতি টি আপনি সহজেই অনুসরণ করতে পারবেন এবং এজন্য আপনাদের কোন software এর প্রয়োজন হবে না! তাহলে চলুন দেখেনেয়া যাক-
TEXT থেকে AUDIO convert করার পদ্ধতি সমূহ :
- সবার প্রথমে আপনি notepad open করুন এবং নিচের text টি copy করে তা notepad এ paste করুন।
Dim msg, sapi
msg=InputBox(“Enter your text for conversion– “,”By Web School BD”)
Set sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak msg
- ওপরের code টি paste করার পর file টিতে save as এ গিয়ে Audio.vbs নামে save করুন। এখানে উল্লেখ্য যে, ‘.vbs’ হচ্ছে extension অর্থাৎ Vbscript File.
- এখন file টিতে Double click করুন। এরপর একটি ছোট window আসবে।
- আপনি যে text টি শুনতে চান তা Englishএ লিখে ok button এ click করুন। এরপর আপনি আপনার text টি শুনতে পাবেন।
আশা করি আমার এই পোস্ট টি আপনার অবশ্যই ভালো লাগবে এবং উপকারে আসবে। ধন্যবাদ ।