আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যাবহার করি তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ ৭ ও সম্প্রীতি রিলিজ হওয়া উইন্ডোজ ৮ । কিন্তু উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ এর এমন কিছু গেজেট আছে হয়তো সেটা আমরা অনেকেই জানিনা অথবা এই ফিচার গুলোর সুবিধা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি । উইন্ডোজ ডেস্কটপ গেজেট গুলো হচ্ছে ছোট অ্যাপ্লিকেশন যা ডেস্কটপে ডিসপ্লে করতে পারে লাইভ ডাটা , পারফর্ম করতে পারে সাধারণ ফাংশন । প্রতিটি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ এ বাই ডিফল্ট কিছু গেজেট আছে যেগুলো প্রদর্শন করে ডায়নামিক ডাটা যেমন- Calendar , Clock, CPU Meter ইত্যাদি । লক্ষণীয়, এমন কিছু কিছু গেজেট আছে যেগুলো রান করে তুচ্ছ জিনিস থেকে শুরু করে অপরিহার্য জিনিস পেতে পারেন । এসব গেজেট এর কয়কটি এসেছে মাইক্রোসফট এর কাছ থেকে ,তবে বেশিরভাগ গেজেট রচিত হয়ছে থার্ড- পার্টি ডেভেলপার এর মাধ্যমে এবং এগুলোর বেশির ভাগ উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ এ কাজ করে । এগুলো অনলাইনে মাইক্রোসফট উইন্ডোজ এর লাইভ গ্যালারি থেকে ডাউনলোড করা যাবে । আবার কিছু গেজেট আছে যা সিস্টেম মনিটরিং এর জন্য অনেক সহায়ক যেমন – All CPU Meter, Battery Meter, Control System, Network Meter, GPU Meter ইত্যাদি । নীচে বেশকিছু জনপ্রিয় গেজেট উপস্থাপন করা হলো-
All CPU Meter
Download Link- http://addgadgets.com
এই গেজেট এর মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ এর RAM মেমোরি কত গিগাবাইট লাগানো আছে এবং কতটুকু ব্যাবহার হচ্ছে বা কতোটুকু ফ্রী আছে তা প্রদর্শন করবে । তাছাড়া প্রসেসর এর ব্যাবহারবিধি জানা যাবে ।
BatteryMeter–V2.2
Download link- http://blog.orbmu2k.de/
এই গেজেট এর মাধ্যমে বিশেষ করে ল্যাপটপ এর ব্যাটারির ব্যাবহারবিধি জানতে পারবেন ।
Control_System_V2.0
Download Link- http://addgadgets.com/
Control System – গেজেট এর মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ Shut down, Restart, Logoff, standby এবং Hibernate ইত্যাদি কন্ট্রোল করা যায় ।
DigitalClockV1.3
Download link- http://gersma.deviantart.com/
এই গেজেটটি একটি চমৎকার গেজেট যার মাধ্যমে সময়, দিন, সপ্তাহ, মাস, বৎসর এমনকি নতুন বৎসর আসতে কত দিন বাকী আছে তা জানতে পারবেন ।
DrivesMeterV4.2
Download Link- http://addgadgets.com/
এটিও একটি চমৎকার গেজেট । এই গেজেটটির মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ এর হার্ডডিস্ক এর ড্রাইভগুলোর কতোটুকু জায়গা ব্যাবহার করা হয়েছে অথবা কতোটুকু জায়গা খালি আছে তা নির্ধারণ করতে পারবেন । এটি সেটআপ দেওয়ার পর প্রথমে একটি ড্রাইভ দেখাবে, সব ড্রাইভ দেখতে হলে অপশন এ গিয়ে সব ড্রাইভ অন করে দিতে হবে ।
NetworkMeterV9.5
Download Link- http://addgadgets.com/
এই গেজেটটির মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট সম্পর্কিত তথ্য জানতে পারবেন । তবে অবশ্যই ইন্টারনেট অ্যাকটিভ থাকতে হবে ।
7 –Sidebar
Download Link- http://nes.bplaced.net/sidebar7.html
এই গেজেট এর মাধ্যমে ডেস্কটপে প্রদর্শন করা ফোল্ডার বা ফাইল গুলো মনিটরের সাইডবার এ দেখতে পাবেন ।
HUD Time
Download Link- http://www.homecookedgadgets.com/
ডিসপ্লেতে সময় এবং তারিখ নির্ধারণ করা যায় ।
Volume Control
http://www.morpheusvista.deviantart.com/
এই গেজেটটির মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের সাউন্ড কমানো বা বাড়ানো যায় ।
তাছাড়া উইন্ডোজ ৭ ও ৮ এর আরো কিছু জনপ্রিয় গেজেট হচ্ছে –
Agenda (http://miniradio.nl/)
App Launcher (http://www.aeroxp.org/board/index.php)
Clip boarder (http://nes.bplaced.net/clipboarder.html)
Custom Calendar (http://www.homecookedgadgets.com/)
Feed Headlines (By Default Microsoft Corporation)
Google International (http://addgadget.com/)
Google Mail (http://blog.orbmu2k.de/)
Mini Radio (http://www.miniradio.nl/)
Network Monitor (http://www.myfavoritegadgets.info/)
Picture Puzzle (By Defult Microsoft Corporation)
Sticky Notes Online (http://www.sharpra.com/)