বন্ধুরা, আজকে আমি আপনাদের উইন্ডোজ এক্সপি সম্পর্কিত দারুন কিছু টপ সিক্রেট জানাবো, যদিও আমি এখন ‘উইন্ডোজ এইট’ ব্যাবহার করি কিন্তু আমি উইন্ডোজ এক্সপির কিছু গোপন ব্যাবহার
জানি। তবে চলুন দেখে নেয়া যাক সিক্রেটগুলো কি কি –
নোটপ্যাড সিক্রেটঃ
প্রথমেই নোটপ্যাড চালু করুন
প্রথম লাইনে “.LOG” টাইপ করুন এবং একটি নতুন লাইনের জন্য Enter চাপুন। এখন আপনি চাইলে কিছু টেক্সট টাইপ করতে পারেন এরপর ফাইলটি সেভ করুন। এখন প্রতিবারই ফাইলটি ওপেন করার সময় এর কন্টেন্ট খেয়াল করলে দেখতে পাবেন নোটপ্যাড নিজে থেকে একটা ‘টাইম ডেট লগ’ এর সাথে যুক্ত করে নিচ্ছে।
কিভাবে আপনার ডেস্কটপ আইকনগুলো ট্রান্সপারেন্ট করবেনঃ
প্রথমেই কন্ট্রোল প্যানেলে যান
>area
>system
>performance area
>setting button visual effects tab “use drop shadows for icon labels on the desktop”
আপনার কাজ হয়ে গেছে;
আপনার ডেস্কটপ আইকনগুলো এখন ট্রান্সপারেন্ট দেখা যাবে।
কিভাবে Recycle Bin এর নতুন নাম দিবেনঃ
এই পদ্ধতিতে আপনি আপনার ডেস্কটপের Recycle Bin আইকনটির নতুন নামকরণ করতে পারবেন।
Start > Run > Regedit চালু করুন এবং নিচের নির্দেশ মত যেতে থাকুনঃ
HKEY_CLASSES_ROOT/CLSID/{645ff040-5081-101B-9F08-00AA002F954E}
এবং “Recycle Bin” নামটি আপনার পছন্দমত পরিবর্তন করুন।
কিভাবে CD Autorun বন্ধ করবেনঃ
আমরা কেউই সিডি কিংবা ডিভিডিতে Autorun পছন্দ করি না আর তাই আপনাদের জন্য আছে একটিই সমাধান,
নিচের নির্দেশগুলো অনুসরণ করুন-
Start বাটন চাপুন এবং Run এ গিয়ে GPEDIT.MSC টাইপ করে এন্টার চাপুন। এরপর “Turn autoplay off” এন্ট্রিটি খুজে বের করুন এবং পছন্দমত পরিবর্তন করুন।
এখন আপনার সিডি কিংবা ডিভিডির Autorun বন্ধ হয়ে গেছে।
কিভাবে Firewall চালু/বন্ধ করবেনঃ
বন্ধুরা Firewall এখন আপনার হাতের মুঠোয়, Firewall চালু/বন্ধ করার জন্য নিচের নির্দেশগুলো অনুসরণ করুন-
প্রথমে কন্ট্রোল প্যানেল চালু করুন এবং এরপর Network Connection অপশনটি চালু করুন। কানেকশনের ওপর right click করাতে যে নতুন বক্সটি ওপেন হবে তার Advanced tab
অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর আপনি সুবিধামত বক্সটি চেক কিংবা আনচেক করতে পারেন।
ওয়েলকাম স্ক্রীন বন্ধ করার উপায়ঃ
কন্ট্রোল প্যানেলে গিয়ে User Accounts চালু করুন, এরপর change the way users log on or off অপশনটিতে ক্লিক করুন। এভাবে আপনি খুব সহজে আপনার ওয়েল্কাম স্ক্রীন বন্ধ করতে পারেন।
শেয়ারকৃত ডকুমেন্ট মুছে ফেলার উপায়ঃ
Regedit চালু করুন (start-run-regedit) এবং নিচের নির্দেশ অনুযায়ী যান
HKEY_LOCAL_MACHINE SOFTWARE Microsoft Windows CurrenVersion Explorer My Computer Name Space DelegateFolders
আপনি সেখানে {59031a47-3f72-44a7-89c5-5595fe6b30ee} নামে একটি সাব-কী দেখতে পাবেন যেটা ডিলিট করে আপনি ‘Other Files stored on This Computer’ গ্রুপটিকে মুছে ফেলতে পারবেন।
কিভাবে ট্রেইল ইমেজ তৈরী করবেনঃ
Paint চালু করুন এবং সেখানে একটি ইমেজ ওপেন করুন। ইমেজটিতে রাইট ক্লিক করে “Select All” অপশনটি সিলেক্ট করুন। এখন “Shift” কী চেপে ধরে ইমেজটিকে চারিদিকে নাড়াচাড়া করতে থাকুন।
ছবিটি পেইন্টে ট্রেইলসহ আঁকা হয়ে যাবে।
Recycle Bin মুছে ফেলার উপায়ঃ
‘open’ বারে Regedit (start > run > regedit) চালু করুন এবং ‘OK’ চাপুন। এরপর নিচে উল্লেখিত নির্দেশ অনুসরণ করুন-
‘HKEY_ LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindowsCurrent VersionExplorerHideDesktop IconsNewStartPanel’
একটা নতুন DWORD ভ্যালু তৈরী করুন এবং নিচে উল্লেখিত নামে নামকরণ করুনঃ
‘{645FF040-5081-101B-9F08-00AA002F954E}’
ডাবল ক্লিক করে এর ভ্যালু ‘1’ এ পরিবর্তন করুন।
Registry Editor বন্ধ করুন, এরপর ডেস্কটপের যেকোন ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে ‘refresh’ করুন।
দেখবেন ‘Recycle Bin’ আইকনটি হঠাতই অদৃশ্য হয়ে গেছে।
ভ্যালু ‘0’ তে পরিবর্তন করে আপনি যেকোন সময় আইকনটি ফেরত পেতে পারেন।
এই ছিল সহজ ও মজাদার কিছু কৌশল যা হয়ত আপনি আগে জানতেন না। আশা করি আমি সামান্য কিছু হলেও আপনার জানার পরিধিতে যোগ করতে পেরেছি। কমেন্টসে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।