PayPal কি তা নিয়ে নতুন কিছু বলার নেই। যারা ফ্রী-ল্যান্সিং এর সাথে যুক্ত তাঁরা সকলেই PayPal নামটির সাথে পরিচিত। তবুও এই বিষয়ে একটু বলি, PayPal হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের সবচেয়ে নির্ভরযোগ্য ও সুবিধাজনক একটি ব্যবস্থা কিংবা মাধ্যম। অনলাইনে আয়ের বিভিন্ন সাইটে employer-রা সাধারণত PayPal এ টাকা পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার নামীদামী প্রতিষ্ঠানের Domain কেনা ও hosting কেনার ক্ষেত্রেও PayPal এর একাউন্ট দরকার হয়। কিন্তু আমরা বাংলাদেশে যারা ইন্টারনেট থেকে আয় করে থাকি তারা কিছু তুচ্ছ(!) কারণে PayPal এর সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছি। ফলে আমরা যেমন অনেক ভালো ভালো কাজ পাওয়া ও করা থেকে বঞ্চিত হচ্ছি তেমনি ডোমেইন ও হোস্টিং কেনার ক্ষেত্রেও আমাদের পড়তে হচ্ছে বিবিধ অসুবিধায়।
এসব অসুবিধার কথা চিন্তা করেই আপনাদের জন্য আমার এই লেখা। আজ আমি আপনাদের জানাবো কিভাবে আমাদের দেশ থেকেই PayPal ব্যবহার করে অনলাইনে আমরা টাকা লেনদেনের কাজ করতে পারবো।
আমার নিজের একটি PayPal একাউন্ট রয়েছে যা কিনা আমি Payoneer Debit Master Card দিয়ে ভেরিফাই করে নিয়েছি। আর এ জন্য বিভিন্ন সার্ভিস চার্জ বাবদ খরচ হয়েছে মাত্র ৩ ডলার। আর, এখন আমি PayPal এর সকল সুবিধাই গ্রহণ করতে পারছি! তাই যাদের Payoneer Debit Master Card রয়েছে তাঁরা খুব সহজেই PayPal একাউন্ট খুলতে এবং বাংলাদেশ থেকেই তা Verify করতে পারবেন। আর ধাপ গুলো তো খুবই সহজ। সত্যি!
আপনাকে যা করতে হবে:
১. প্রথমে আপনাকে একটি Payoneer Card এর জন্য আবেদন করতে হবে। আপনি যদি oDesk কিংবা Elance অথবা অন্য কোন কোম্পানির হয়ে কাজ করেন যারা কিনা তাদের পেমেন্টগুলোর জন্য Payoneer সাপোর্ট করে, তবে পরবর্তী ধাপ গুলো আপনার জন্য আরও সহজ হয়ে যাবে।
২. আপনার Payoneer Card টি হয়ে গেলে তাতে অবশ্যই কিছু ডলার থাকতে হবে। আর আপনি যেহেতু অনলাইনে উপার্জন করছেন-ই তাই আশা করছি আপনার এই সমস্যাটি নেই।
৩. এবার চলুন PayPal একাউন্ট খোলা যাক। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি COUNTRY অপশনে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন না। কারণ আমাদের দেশে PayPal ব্যবহারের কোন অনুমতি নেই। এ জন্য আপনাকে প্রবাসী এমন কোন ব্যক্তির সাহায্য নেবার প্রয়োজন হবে যে দেশে PayPal ব্যবহারের অনুমতি রয়েছে। ব্যক্তিটি আপনার আত্মীয় –স্বজনের মাঝে হলে আরও ভালো। একাউন্টের জন্য আপনি আপনার নিজের নাম ও ই-মেইল আইডি ব্যবহার করুন। তবে এড্রেসের ক্ষেত্রে আপনার প্রবাসী বন্ধুটির ঠিকানা ও দেশের নাম ব্যবহার করুন। কারণ PayPal আপনার প্রদত্ত ঠিকানায় কিছু কাগজ- পত্র পাঠাতে পারে ঠিকানা নিশ্চিত করণের জন্য। এবার আপনার কাগজ-পত্র গুলো আপনি নিজের কাছে আনিয়ে নিন।
৪. এখন PayPal এ Payoneer Card টি “Add a Debit Card” হিসেবে সংযুক্ত করুন। PayPal account ভেরিফিকেশন এর জন্য বলবে। আপনার Payoneer Card –এ জন্য কমপক্ষে ৫ ডলার থাকতে হবে। PayPal কিছু টাকা কাটবে আপনার কার্ড থেকে যেই এমাউন্ট-টি আপনাকে ইনপুট করতে হবে PayPal এর ভেরিফিকেশন বক্সে। সবকিছু ঠিক মত নিবন্ধিত হলে আপনি PayPal ব্যবহার করে আপনার Payoneer Card এর টাকা খরচ করতে পারবেন!
এটুকু পর্যন্ত আমরা যা দেখলাম তাতে আপনি PayPal ব্যবহার করে কেবল মাত্র টাকা খরচ করতে পারবেন। কিন্তু টাকা ওঠাতে পারবেন না। এর জন্য আর অল্প একটু কাজ করতে হবে আপনাকে।
৫. এই ক্ষেত্রে আপনাকে Payoneer এ একটি Virtual US Bank Account এর জন্য আবেদন করতে হবে। আপনার ট্রানজেকশন এর পরিমাণ যদি বেশি হয় তবে আপনার নামে আপনাকে একটি US Bank Account Number ও Routing Number প্রদান করা হবে। এই একাউন্ট টি আপনি PayPal এ ব্যাংক একাউন্ট হিসাবে ব্যাবহার করতে পারবেন। ব্যাংক একাউন্টটি ৩য় ধাপের মতন করে ভেরিফাই করে নিন। এইতো! কাজ শেষ! এবার আপনি আপনার প্রয়োজন মত টাকা ওঠাতে কিংবা খরচ করতে পারবেন যখন খুশী তখন।
আশা করি এরপর আপনাদের আর কোন অসুবিধায় পরতে হবে না। আর PayPal একাউন্ট না থাকার কারণে কোন ভালো কন্ট্রাক্টও মিস হবে না!
সকলকে ধন্যবাদ।
যদি এই বিষয়ে আরোও জানতে চান তাহলে কমেন্ট করুন।
[লেখাটি অনুবাদকৃত। মূল লেখাঃ Using PayPal From Bangladesh]
Thanks to arafat for trasnlating this in Bangla. I hope atleast some people will get help from this. Another option for BD people is to use Google checkout. Its open for Us
This is one reason where many of my friends feel that they dont want to do freelancing. Its either easy or hard. Well I had 2 question as a newbee that is
1) “IF I DONT HAVE MONEY IN THE ACCOUNT, OR STRAIGHT TO THE POINT I HAVE NO INCOME AND I CANNOT GIVE THE FEE REQUIRED TO USE PAY PAL, WHAT WOULD HAPPEN? will they close my account or charge me for somthing.
2) I have verified my PAYPAL account everything is fine i have around $20 in my account. How do I get it in Bangladesh or how do i get the money converted into my POCKET.
পেপাল ব্যবহারের উপর ফি কাটে এর মাসিক বা বাতসরিক কোন চার্জ নেই। কাজেই ব্যবহার না করলে বন্ধ হয়ে যাবার কথা নয়।
yearly how much and monthly how much do they cut.
and also making an account with E-trade, because in the videos i have seen to open an account WIth PAYNEER i mean is it same as E-trade
hello brother assalamualikum oa rohmatullah hi oa barkatuh
vai aponar blog and tutorial very nice full , vaia amar typing speed 40 up please vai amake part time or full time ekti kaj din my qualification ssc 3.00 hsc 3.83 my phone
01683784719 email [email protected] skype mosharof761 allahafej.
vai ekta kaj dile khub upokar hobe . khub koste asi onek rin my very poor man please brother, help me, please vaia 01683784719
আপনার কমেন্ট এপ্রুভ করা হল অন্যদের দেখার জন্য।
আমি আমার পেওনির কার্ড টী আপ ওয়ার্ক কিংবা ফ্রীল্যান্সার এর পেমেন্ট মেথডে এড করতে পারছি না ,( ট্রাই এনাদার কার্ড)লেখা আসে । এই ব্যাপারে যদি কোন তথ্য দিতেন@ব্লগরন । শেষ মেশ ফ্রীল্যান্সারে পেপাল একাউন্ট এড করতে গেলাম সেখানে আবার পেপালের ডেবিট কিংবা ক্রেডীট কার্ড এর ইনফরমেশন চায় ,বাংলাদেশ থেকে পেপালের কার্ড পাওয়া যে প্রায় অসম্ভব এইটা আমার থেকে আপনিই ভাল জানেন 🙂 ।ভাই আপনার হেল্প আশা করছি 🙂
পেওনিয়ারের কার্ড দিয়ে আপনি পেমেন্ট উত্তলোন করতে পারবেন, কিন্তু আমার জানামতে এটি দিয়ে আপওয়ার্কে পেমেন্ট করতে পারবেন না। সেজন্য পেপালই আপনার ভরসা। অথবা আমাদের দেশের কোন ব্যাংক এর ক্রেডিট কার্ড যারা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন সাপোর্ট করে তাদের কার্ড ব্যবহার করতে পারবেন। মানে আমি ডুয়েল কারেন্সি কার্ড এর কথা বলছি। আপনি ব্যাংক এশিয়ায় একবার খোঁজ নিয়ে দেখতে পারেন।
রিপ্লাই এর জন্য ধন্যবাদ ভাইয়া । আমি কি আপনার ইমেইল এড্রেসটা পেতে পারি ???
আমি পেপালের সাথে আমার পেওনির কার্ডটি কানেক্ট করতে চাচ্ছিলাম । সব কিছুই ঠিক ঠাক মত হইছে এবং আমার পেওনিরে পেপাল থেকে ডলারও গেছে ,আমাউন্ট এর পরিমান যখন আমি যখন পেপাল ভেরিফাই করার জন্য ইনপুট দিলাম তখন ………
On Jan 6, 2016, we attempted to transfer from your bank account ending in x-xx92. We received an automated response from your bank informing us that they could not complete the transfer.
As a result, we have removed this bank account from your PayPal account.
To re-add this bank account to your PayPal account, please confirm with your bank that all information is correct. Alternatively, you can add another bank account.
We apologize for any inconvenience this may cause.
Sincerely,
PayPal
এর পর পেওনির অবশ্য রিপোর্ট করছিলাম 😛 কিন্তু সে রিপোর্ট এর কোন উন্নতি নাই ।
Your question has been received. Your inquiry is important to us.
Our staff will contact you within 3 business days.
Subject: When will my application be approved?
Reference Number: ………………………………
কত বিজনেস ডেইজ যে চইলা গেলো তাগো কোন খবর নাই :/
পেপাল থেকে রিসেন্ট একটা মেইল পাইলাম আমি নতুন কইরা আবার ব্যাঙ্ক একাউন্ট এড করতে পারবো , গেলাম আবার সেই পুরান পেপাল এড করতে 😛 কিন্তু লাভ হইলো না 🙁
We declined your transaction
for your safety.
As you know, your transaction was recently declined. What you may not know is that it was because your payment card wasn’t confirmed. Let’s make sure it doesn’t happen again. For your safety, we must confirm you are indeed the cardholder to prevent fraud.
Let’s fix it:
1. Log in here
2. Go to your Wallet in the top menu bar
3. Select Link and Confirm My Card
Using those steps, you can always link a bank account or different card to your PayPal account. Then simply select which payment method you’d like to use at checkout, just like your real wallet.
আমার যে পেওনির একাউন্টে ব্যালেন্স গেছে ভেরিফিকেশনের জন্য সেইটা কি আদৌ আমার পেপালের সাথে কানেক্ট করা সম্ভব ? হেল্প চাই ভাই ।
কমেন্ট অনেক বড় হইয়া গেল :/
কমেন্ট এডিট করার কোন ওয়ে নাই :/
এমাউন্টের পরিমান লেখছি 😛
ডলারের পরিমান হবে ঐখানে …………… এইভাবে কমেন্ট কইরা আপনার পোস্টের সৌন্দর্য্য নষ্ট করার জন্য ক্ষমা করবেন ভাই :/ আপনার হেল্পটা এখন আমার জন্য খুব জরুরী । 🙂
ভাইয়া আমি পেমেন্ট উঠানোর জন্যেই পেওনির কার্ড এড করতে চাচ্ছি আপওয়ার্কের সাথে । এ ক্ষেত্রে কি আমার পেওনিরে ডলার থাকতে হবে ?আপওয়ার্কের পেমেন্ট মেথড ভেরিফাই করতে ?
আমার মনে হয় কমিউনিটি পেইজেঃ http://community.blogron.com/ এর উত্তর গুলো আমরা দিয়েছি।