যদিও দিন দিন কিওয়ার্ড ভিত্তিক কন্টেন্ট এর গুরুত্ব কমে যাচ্ছে, তবুও আমাদের জানা থাকা দরকার কিভাবে কি-ওয়ার্ড রিসার্চ করতে হয় এবং এটি কি কাজে লাগে। আমরা বেশ কয়েকটি ভিডিও মিলে পুরো ব্যাপারটি দেখব।
কি-ওয়ার্ড বলতে এখানে আমরা ঐসকল শব্দগুলোকে বোঝাচ্ছি যেগুলো ব্যবহার করে আপনি, আমি বা সাধারন ব্যবহারকারীরা গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি। যদি আপনার জানা থাকে কোন কোন কি-ওয়ার্ডগুলো দিয়ে সব থেকে বেশি সার্চ হয়ে থাকে তবে আপনি ঐধরনের কি-ওয়ার্ডগুলো আপনার ব্লগ আর্টিকেলে ব্যবহার করতে পারেন। এতে গুগল সার্চ এ আপনার সাইটটি প্রথম দিকে দেখানোর সম্ভাবনা থাকে।
বলে নেয়া ভালো যে শুধু কিওয়ার্ড দিয়েই সার্চ রেজাল্টের প্রথম দিকে যাওয়া যাবে না। এখানে আরো অনেক গুলো বিষয় কাজ করে থাকে। তারপরেও প্রাথমিক ধারনা না থাকলে আপনি ভালো আর্টিকেল লিখেও ভিজিটর পাবেন না।
পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে প্রাথমিক ধারনা পেতে হলে।