প্রক্রিয়াটি খুবই সহজ। একটি GPRS সহ মুঠোফোন এবং কম্পিউটারে Microsoft Outlook ই যথেষ্ট এই প্রক্রিয়াটি সম্পাদনের জন্য। এই পদ্ধতিতে শুধুমাত্র মুঠোফোন থেকে একটি ইমেইল পাঠানোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার Shut Down, Restart বা Hibernate করতে পারবেন। এক্ষেত্রে আপনার Microsoft Outlook প্রয়োজন হবে যা আপনি Microsoft Word এর সাথে পেয়ে যাবেন।
Shut Down ইত্যাদি করার জন্য প্রথমে আপনাকে একটি ব্যাচ ফাইল তৈরি করতে হবে। নিচে উল্লেখিত উপায়ে আপনি সেগুলো লিখে ফেলতে পারেন।
- নোটপ্যাড চালু করে নিচের লিখাগুলো টাইপ করুন
c:windowssystem32shutdown -s -f -t 00 এবং এটিকে shutdown.bat (Executable file) নামে সেভ করুন।
- Microsoft Outlook চালু করুন এবং নিশ্চিত করুন যে এটি আপনার ইমেইল আইডি ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।
- এখন আপনাকে Microsoft Outlook এমন ভাবে কনফিগার করতে হবে যেন তা প্রতি মিনিটে আপনার মেইল চেক করে। Tools এ options এ যেয়ে আপনি এটি ঠিক করতে পারবেন।
- এখন Mail setup ট্যাব এবং তারপর send/ receive বাটন ক্লিক করুন।
- অটোমেটিক সেন্ড/রিসিভ সেট করে নিশ্চিত করুন এবং সময় লিমিট ১ সিলেক্ট করুন। এখন আপনি সকল ডায়ালগ বক্স বন্ধ করে দিতে পারেন।
- এখন tools-rules and alert এ যান। উপরের ডান পাশের option বাটন ক্লিক করুন এবং import rules বাটন ক্লিক করুন।
- এখন shutdown.bat ক্লিক করুন যা আপনি কিছুক্ষণ আগেই বানিয়েছেন।
- এখন সর্বশেষ কাজ।
- যখন আপনি আপনার মুঠোফোন থেকে কম্পিউটার Shut Down এর নির্দেশ আপনার ইমেইল এড্রেসে পাঠাবেন বা এস এম এস পাঠাবেন shutdown%% , তখনই আপনার কম্পিউটার বন্ধের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে। আপনাদের যেকোনো জিজ্ঞাসা বা সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন।।