অনেক দিন হলো আপনি উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যাবহার করছেন এবং প্রায় সব ধরনের কাজ করার জন্য মাউস এর সাহায্য নেন কিন্তু কিছু কিছু কাজ আছে যা আপনি কীবোর্ড এর উইন্ডোজ-কী দিয়ে দ্রুত কাজটি করে নিতে পারেন যা আপনাদের ধারণাতে নেই। তাহলে দেখে নিই উইন্ডোজ ৭ এ উইন্ডোজ-কী এর কেরামতি ।
- [Windows + D] – তে ক্লিক করে আপনি আপনার ডেস্কটপে ওপেন করা ফাইল Show অথবা hide করতে পারবেন । মনে করুন,আপনি কম্পিউটারে কিছু-মিছু দেখছেন হটাৎ কেউ চলে এল… দ্রুত করে ফেলুন ।
- [Windows + Up Arrow] অথবা [Windows + Down Arrow]– তে ক্লিক করে যেকোন Window কে আকারে বড়ো বা ছোট করতে পারবেন।
- [Windows + Left arrow] অথবা [Windows + Right Arrow]– তে ক্লিক করে যেকোন Window কে Maximize বা Minimize করে ডানে বামে নিতে পারবেন।
- [Alt + Tab] -এ ক্লিক করে এই মুহূর্তে যতগুলো Window Open করা আছে সবগুলো এরকম বক্স আকারে দেখতে পাবেন এবং এর মধ্যে থেকে সহজে বাছাই করে নিতে পারবেন আপনার কাজটি।
- [Windows] + [+] অথবা [Windows] + [-] – এ ক্লিক করে যেকোন জিনিসকে ছোট-বড় করে দেখতে পারবেন। Full Screen, Lens, Docked বিভিন্ন ভাবে এই কাজ করা যায় ।
- [Windows + E]– ক্লিক করে সহজেই My Computer Open করতে পারবেন।
- [Windows] + [T] অথবা [Windows] + [SHIFT] + [T] – ক্লিক করে Tasbar এ থাকা যেকোন আইটেম Focus করে T ক্লিক করে Hold করে Open করতে পারবেন।
- [Windows + L]– ক্লিক করে সহজেই কম্পিউটার Lock করে ফেলতে পারবেন।
- [Windows + M]– ক্লিক করে সকল Window Minimize করা যাবে ।
- [Windows + Tab] -ক্লিক ক্লিক করলে কম্পিউটারে যতগুলো Window Open করা আছে সবগুলো 3D আকারে আসবে । এটা একটা মজার ট্রিক্স তাই না…