আমরা সবাই কমবেশি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এর সাথে পরিচিত আর ফেসবুক এর মাধ্যমে আমাদের দেশে কতকিছু কাণ্ড ঘটে গেলো । এমনি কিছু কিছু ব্যাবহারকারী আছে যারা একাধিক ফেসবুক আইডি ব্যাবহার করে থাকেন এবং লগিন করার জন্য ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যাবহার করে থাকেন । এক্ষেত্রে কম স্পীড কম্পিউটার গুলোর জন্য অসুবিধার সৃষ্টি হয় এবং কাজের ব্যাঘাত ঘটে । এক্ষেত্রে আপনি চাইলে একই ব্রাউজার দিয়ে যত খুশি আইডি দিয়ে লগিন করতে পারেন । তাও আবার ফায়ারফক্স এর মতো জনপ্রিয় ব্রাউজার দিয়ে ।
এর জন্য প্রথমত আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স সফটওয়্যার টি সেটআপ করে নিন আর যদি আপনার কাছে সফটওয়্যারটি না থাকে তাহলে নীচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।
দ্বিতীয়ত,মজিলা ফায়ারফক্স সফটওয়্যার টি সেটআপ করা শেষ হলে নীচের লিংক থেকে Firefox এর Multifox এক্সেটশনটি ডাউনলোড করে ইনস্টল করুন ।
http://br.mozdev.org/multifox/
Install Multifox – Allow – Install – restart firefox – এভাবে ইন্সটল করুন ।
এখন ভাবছেন কিভাবে একাধিক আইডি ব্যাবহার করবেন তাহলে নীচের প্রক্রিয়াটি অনুসরণ করুন-
প্রথমে ফায়ারফক্স এ ফেসবুক ওপেন করে একটি আইডি দিয়ে লগিন করুন । তারপর আর একটি আইডি লগিন করার জন্য ফায়ারফক্স এর উপরের মেনু থেকে Firefox – New Tab – New Identity profile (trl+alt+M) -এ ক্লিক করে ফায়ারফক্স নতুন ট্যাব খুলে আর একটি আইডি দিয়ে লগিন করুন ।
এভাবে আপনি ফায়ারফক্স এর মাধ্যমে একাধিক ফেসবুক আইডি ব্যাবহার করতে পারেন ।
ধন্যবাদ ।