আমরা প্রায় কোন না কোন কারনে পিসি অথবা ল্যাপটপ এ অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে থাকি । তারপর মাদারবোর্ডসহ এর আনুষঙ্গিক ড্রাইভার গুলো সেটআপ করি । এরপর এক একটা প্রোগ্রাম চালানোর জন্য সফটওয়্যার সেটআপ দিতে হয় । কিন্তু আপনার কাছে যদি কোন সফটওয়্যার সিডি না থাকে তাহলে আপনি আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম চালাতে পারছেন না । আপনি চিন্তায় পরে যান সফটওয়্যার গুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন । তাই চিন্তার কোন কারন নেই আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি সহজ সমাধান যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার সেটআপ দিতে পারবেন । এর জন্য আপনার পিসি অথবা ল্যাপটপ এ অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ।
সফটওয়্যার গুলো সেটআপ দেওয়ার জন্য নীচের লিংক এ যান-
https://ninite.com/
আপনি এখানে যে সকল সফটওয়্যার গুলো পাবেন তার একটি ধারনা দেওয়া হলো-
Web Browsers
এটি একটি ওয়েব ব্রাউজার মেনু । এখান থেকে আপনি ইন্টারনেট ব্রাউজ করার জন্য Google Chrome, Opera এবং Firefox ইত্যাদি সেটআপ দিতে পারেন ।
Messaging
এটা একটি ম্যাসেঞ্জার মেনু । এখানে আপনি একে অপরের সাথে কথা বলার জন্য বা চ্যাট করার জন্য পাবেন Skype, Windows Live Messenger, Yahoo Messenger ইত্যাদি ।
Media
এখানে আপনি গান শোনার জন্য ,মুভি দেখার জন্য এক কথায় এন্টারটেইনমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার পাবেন ।
এখানে আপনি ইন্টারনেট এ লাইভ ভিডিও দেখার জন্য বিভিন্ন ধরনের প্লাগিনস পাবেন ।
Imaging
এখানে আপনি আপনার স্টিল ইমেজ এডিট করার জন্য বা দেখার জন্য বিভিন্ন ধরনের ইমেজিং সফটওয়্যার পাবেন ।
Documents
এই মেনু থেকে আপনি ওয়ার্ড,এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কাজ করার জন্য পাবেন Microsoft Office, Open Office ইত্যাদি । পি ডি ফ ফাইল পরার জন্য পাবেন Foxit Reader ইত্যাদি ।
Security
এখান থেকে আপনি ভাইরাস এর আক্রমন থেকে রক্ষা পাবার জন্য বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার পাবেন ।
File Sharing
এখান থেকে ফাইল শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাবেন ।
Online Storage
এখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের ফাইল সরাসরি ইন্টারনেট এ সেভ রাখার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাবেন ।
Utilities
এখানে আপনি এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল শেয়ার করার জন্য পাবেন Team Viewer সফটওয়্যার । বিভিন্ন ধরেন ডাটা, গান, মুভি ইত্যাদি সিডি বা ডিভিডি তে সংগ্রহ করে রাখার জন্য পাবেন ImgBurn, CDBurner ইত্যাদি ।
Compression
এখানে আপনি বিভিন্ন ধরনের ফাইল, সফটওয়্যার ইত্যাদি জিপ করে রাখার জন্য পাবেন কমপ্রেস সফটওয়্যার ।
Developer Tools
এখান থেকে ওয়েব ডেভেলোপমেন্ট, প্রোগ্রামিং এর কাজ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাবেন ।
এখানে লিনাক্স ইউজার দের জন্যও রয়েছে বিশেষ সফটওয়্যার প্যাক , তাহলে আসুন বিস্তারিত জেনে নেই ,কিভাবে https://ninite.com/ থেকে এক ক্লিক এ সফটওয়্যার গুলো কে ইন্সটল করব্রবে ।
প্রথমে https://ninite.com/– লিঙ্কটা ওপেন করুন ।
তারপর আপনার দরকারী সফটওয়্যার গুলো কে মার্ক করে দিন , তবে মাইক্রোসফট অফিস টা যেহেতু ট্রাইল ভার্সন তাই একে সিলেক্ট করা দারকার নেই । এছাড়া বাকি সব গুলো কে মার্ক করুন , তবে বেশির ভাগ সফটওয়্যার গুলোই কিন্তু ফ্রীওয়ার, তবে নিজের প্রয়োজনে এগুলো আবার আপডেট করতে পারবেন ।
ইতিমধ্যে আপনার মার্ক করা হয়ে গেছে , এবার দেখুন সবার নিচে লিখা আছে , Get Installer আর এতেই ক্লিক করুন তারপর ১ মিনিট অপেক্ষা করুন । এখন একটা ডাউনলোড পেজ ওপেন হবে ,ওপেন হলে একে সেভ করুন এবং রান -এ ক্লিক করে ইন্সটল করুন । একে একে আপনার মার্ক করা প্রয়োজনীয় সফটওয়্যার গুলো সেটআপ হতে থাকবে এবং সেটআপ শেষে রিস্টার্ট দিন ।
ধন্যবাদ