মাইক্রসফটের উইন্ডোজ ৮ এর সব থেকে বড় দুর্বলতার একটা বোধহয় এর মেনু দেখতে আগের ভার্শনগুলোর মত না হওয়াটা। আপনি যদি আমার মত উইন্ডোজ ৮ এর ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনিও নিশ্চই এর অভাব বোধ করেছেন। কিছুদিন পরেই রিলিজ পেতে যাওয়া উইন্ডোজ ১০ এ আবার ফিরে আসবে উইন্ডোজের এই মেনু।
তবে তার আগেই কিভাবে আপনি বর্তমান উইন্ডোজ ৮ এ স্টার্ট মেনু ফিরিয়ে নিয়ে আসবেন তার ২ টি উপায় বলে দিচ্ছি।
০১. স্টার্ট মেনু রিভাইভার (Start Menu Reviver 2)
এটি একটি ছোট্ট সফটওয়ার, ডাউনলোড করুন এবং ইন্সটল করুন স্ক্রিনে প্রদর্শিত নিয়ম অনুযায়ী। ব্যস হয়ে গেল। রিভাইভের এর স্টার্ট মেনু দেখতে খুবি সুন্দর এবং এটি টাচ স্ক্রিন ও সাপোর্ট করে।
চাইলেই এই মেনু কে নিজের মত করে আরো কাস্টমাইজ করতে পারবেন। মেনু ইন্সটল এবং চালু হবার পরে মেনুর সেতিংস অপঅশন থেকে আপনার পছন্দ মতে স্টাইল বেছে নিন। অসাধারন একটি অ্যাপ্লিকেশন – আমি নিজেও এটি ব্যবহার করছি।
যারা উইন্ডোজ ৭ এর মেনুর ভক্ত তাদের জন্য এই সফটওয়ারটি। এটি উইন্ডোজ ৭ এর বেসিক UI ব্যবহার করে করা এবং উপরের মেনুর মত টাইল করার ব্যবস্থা নেই। তবে আপনি চাইলে বিভিন্ন রকমের স্কিন ব্যবহার করতে পারেন।
বাহ দারুন তো…….