আজ আমি দেখাবো কিভাবে ব্রাউজার ছাড়া আমরা ইন্টারনেট ব্যবহার করবো। এই পোস্টটা বিশেষ করে তাদের জন্য যাদের অনেক সময় র্যাম সমস্যা বা CPU এর কম ক্ষমতা থাকার কারণে বিভিন্ন ব্রাউজার ওপেন করতে হয়। তাই এধরনের সমস্যার ক্ষেত্রে খুব বেশী প্রয়োজন পরলে আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে কিছুটা হলেও সমস্যা থেকে রেহাই পাবেন। চলুন দেখেনেই কি করতে হবে-
- প্রথমত নোটপ্যাড ওপেন করুন। অথবা একই ধরনের এপ্লিকেশন, যেমন- পেইন্ট, বা ক্যালকুলেটর ওপেন করুন।
- এপ্লিকেশন চালু হবার পর F1 চাপুন।
- নিচের চিত্রের মতন একটি বক্স আসবে। এবার উপরের দিকে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে “Jump to URL” –এ চাপ দিন।
- “Jump to URL” এ চাপ দেবার পর নতুন একটি বক্স আসবে। সেখানে “Jump to this URL” ঘরটিতে আপনি যে সাইট এ যেতে চাইছেন তার ঠিকানাটি লিখুন। আর অবশ্যই ঠিকানার আগে http:// অথবা https:// লিখতে ভুলবেন না।
- এভাবে এবার প্রয়োজন মতন ব্রাউজ করুন!
আশা করি পোস্ট-টি আপনাদের ভাল লেগেছে। সকলকে ধন্যবাদ।