বর্তমানে দেশীয় মোবাইল বাজারে প্রায় প্রতিদিনই নতুন নতুন কোম্পানী তাদের তৈরিকৃত আধুনিক ডিজাইনের স্মার্টফোন অবমুক্ত করছে। দেশীয় কোম্পানী বাদেও অনেক বিদেশী কোম্পানীও তাদের স্মার্টফোন অবমুক্ত করছে। হালে তেমনি একটি কোম্পানী TwinMos তাদের হাল ফ্যাশনের নতুন স্মার্টফোন অবমুক্ত করেছে। স্মার্টফোনটির মডেল Sky V501। ৩জি ভারসনের এই স্মার্টফোনটি দেখতে বেশ আকর্ষণীয়। সাধারণত TwinMos কোম্পানী বাংলাদেশে তাদের পেনড্রাইভ ও ফ্ল্যাশড্রাইভের জন্য বিখ্যাত। কিন্তু তারা এবার দেশীয় মোবাইল বাজার কব্জা করার চেষ্টায় নিয়োজিত হয়েছে। ৯.৮ মিলি পুরু এই সেটটিতে রয়েছে ১.২ গিগাহার্জ করটেক্স এ-৭ প্রসেসর। আমরা যারা সাধারণত স্মার্টফোন ব্যবহার করি তারা সবাই জানি যে করটেক্স এ-৭ প্রসেসরটি কিছুটা ধীর গতির হয়ে থাকে তবে সাথে ১ জিবি র্যাম সেটটিকে আশাতীত গতিশীল করবে।
নিচে সেটটির সম্পূর্ণ বিবরণ দেয়া হল-
Form Factor
Form Factor: Smart phone
Size: 143x 73 x 9.8m
Weight: 193g
Side key: Volume
Top: Power On/Off
Platform/Network:
Platform: MTK6589
CPU: Quad Core 1.2GHz Cortex-A7
OS: Android 4.2
Network: WCDMA 2100
GSM 900/1800/1900
GPRS, EDGE, HSPA
HSDPA: 42.2Mbps
HSUPA: 11.5Mbps
Standby Mode: Dual Mode Dual SIM Dual Standby
Data Connection: GPRS, EDGE, HSPA
Memory
Memory: 1GB RAM, 4GB ROM
User Memory: 1GB
Expansion Memory: micro SDHC [up to 32GB]
Display
Main Screen: 5inch HD 1280 x 720 IPS screen
Main Screen: Capacitive Touch Screen
Keypad backlight: white
Battery
Capacity: 2800mAH Twin Li-polymer Batteries (1100mAh built in 1700mAh disassemble)
Standby time: 100H
Talk time: 15H
System:
Language: English/Customization
Handwriting: Yes
Virtual keypad: Yes
Keypad Lock: Yes
Others: G-Sensor, Light and Proximity Sensor
Phone Book:
Mobile Phone Book Capacity: 1000
Incoming call photo: YES
Incoming call tone: YES
Smart Search: YES
Caller Group: YES
SIM/Phone Book Copy: YES
Call:
Speaker Phone: YES
Call recording: YES
Answer Mode: Touch screen
Multimedia
Audio Format: MP3, AAC, AAC
Video Format: H.263, MPEG-4, H.264
FM Radio: YES
Voice Recorder: YES
Camera
Rear: 8M Auto focus with Flash Light
Front: 3M Camera
Flash light: Yes
Resolution: Max 3264×2448
Video Recording Resolution: Up to 1080p
Speed: 30fps
Zoom: x4 Digital
Image Format: JPEG
Focus: Auto Focus
Preview: Support
Flash light: Yes
OSD Menu: YES
Image Edit: Yes
Application
Schedule: YES
Calendar: YES
Memo: YES
Alarm: YES
Calculator: YES
STK: YES
Built in Games: YES
eBook: YES
Office Documents: YES
G-Sensor: YES
M-Sensor (Magnetic Sensor, including eCompass): YES
GPS: YES (GPS & AGPS)
U Disk: YES
Data
Browser: YES
Stream: H.263, MPEG-4, H.264
Email: YES
Connectivity
USB: Micro USB
Bluetooth: BT4.0, Low Energy (LE)
WiFi: 802.11b/g/n, support WIFI router, WAPI
সেটটির বডি ডাইমেনশন হল ১৪৩ x ৭৩ x ৯.৮ মিমি এবং ওজন ১৯৩ গ্রাম। সেটটি MTK6589 চিপসেট দ্বারা চালিত ও এর প্রসেসর ১.২ গিগাহার্জ করটেক্স এ-৭। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন। সেটটি ডুয়াল সিম সাপোর্ট করে। এর বিল্ট-ইন মেমোরী ৪ জিবি হলেও ব্যবহার যোগ্য ১ জিবি। সেটটির র্যাম ১ জিবি।
সেটটিতে আছে ৫ ইঞ্চির বেশ বড় IPS ডিস্প্লে যার রেজুল্যুশন ১২৮০ × ৭২০ পিক্সেল। টাচস্ক্রিণটি ক্যাপাসিটিভ টাচ সাপোর্টেড। সেটটির সাথে G-Sensor, Light and Proximity Sensor গুলো দিয়ে দেয়া।
এই সেটটির প্রাইমারি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল। ছবির সর্বোচ্চ রেজুল্যুশন ৩২৬৪ × ২৪৪৮ পিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা হল ৩ মেগাপিক্সেল। ক্যামেরা অটোফোকাস এবং ৪ এক্স জুম সাপোর্ট করে। ক্যামেরাটি দিয়ে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি ভিডিও তোলা যায়। সাথে ফ্ল্যাশ লাইটও দেয়া।
সেটটিতে এফএম রেডিও ও ভয়েস রেকর্ডিং এর ব্যবস্থাও আছে। এর ব্লুটুথ ৪.০ ভারসনের যা লো এনার্জি ব্যবহার করে যে কোন ফাইল ট্রান্সফারে।
সেটটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এর ডাবল ব্যাটারী সিস্টেম। সব মিলিয়ে ২৮০০ mAh হলেও তা ২ ভাগে বিভক্ত। ১টি ১১০০ mAh যা কিনা সেটের সাথে বিল্ট-ইন আর একটি রিমুভাল ১৭০০ mAH যা প্রয়োজনে বাইরে যে কোন সময়ে আলাদা চার্জ করা যাবে। যার ফলে সেটকে কখনও বন্ধ রাখার দরকার হবে না।
দেশীয় বাজারে সেটটির দাম ধরা হয়েছে ১৭,৯০০ টাকা। যা কিনা সেটের গুণাগুনের তুলনায় সামঞ্জস্যপূর্ণ। সেটটি এনেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড।