আসুন আজ ব্রাউজারের গতি একটু বাড়িয়ে নেয়া যাক। আজ আমরা দেখব কীভাবে ফায়ারফক্স এর গতি কীভাবে আরো বাড়ানো সম্ভব।
১. এড্রেস বারে “about:config” টাইপ করুন এবং enter সুইচটি চাপুন। স্ক্রলটি নিচে নামান এবং নিচে উল্লেখিত এন্ট্রিগুলো খোজ করুন।
network.http.pipelining
network.http.proxy.pipelining
network.http.pipelining.maxrequests
সাধারণত একটি নির্দিষ্ট সময়ে একটি ব্রাউজার কেবলমাত্র একটি ওয়েবপেজে রিকুয়েস্ট পাঠায়। যখন আপনি পাইপ-লাইনিং চালু করবেন, তখন একই সময়ে একাধিক ওয়েবপেজে রিকুয়েস্ট পাঠাবে যা পেজ লোডিং এর সময় অনেক কমিয়ে আনবে।
২. এন্ট্রিগুলো নিচের মতো পরিবর্তন করুন:
“network.http.pipelining” কে “true” তে, “network.http.proxy.pipelining” কে
“true” তে এবং “network.http.pipelining.maxrequests” কে কোন নাম্বার যেমন
30 এর সাথে পরিবর্তন করুন। এর অর্থ হল এটি একই সময়ে ৩০ টি রিকুয়েস্ট পাঠাবে।
৩. সবশেষে যেকোনো জায়গায় রাইট ক্লিক করুন এবং New-> Integer সিলেক্ট করুন। এটিকে “nglayout.initialpaint.delay” নামকরণ করুন এবং এটার মান “0” তে পরিবর্তন করুন। এর অর্থ যেকোনো তথ্য পাওয়ার পর এটি এই পরিমাণ সময় অপেক্ষা করবে। যদি আপনি একটি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে থাকেন তবে আপনার পেজ এখন ২-৩০ গুণ দ্রুত লোড হবে।
যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
স্বীকার করতে সমস্যা নাই যে এই ইন্টেজার পরিবর্তন ফায়ারফক্স সমর্থন না করলেও – আসলেও এইগুলো আপনার স্পীড বাড়াতে পারে। আমার রিকোয়েস্ট অলরেডী ৩২/সেকন্ড দেয়া ছিল।
ধন্যবাদ এইরকম দরকারী পোষ্ট দেয়ার জন্য।