আমরা সবাই জানি ডেস্কটপ স্ক্রিনে কোন ভিডিও রেকর্ড করার জন্য সাধারণত সফটওয়্যারের প্রয়োজন হয় যেগুলো বিনামূল্যে পাওয়া যায়না বরং খরচ সাপেক্ষ। তবে সফটওয়্যার ছাড়াই স্ক্রিন রেকর্ড করলে কেমন হয়? আমরা যদি স্ক্রিন রেকর্ডের জন্য ব্রাউজার নির্ভর কিছু ব্যবহার করি? নিশ্চয় দারুণ, ঠিক না? আমি আজ আপনাদের খুব সহজ একটি ট্রিক শিখবো যার মাধ্যমে আপনারা অনলাইন ব্রাউজার নির্ভর টুল ব্যবহার করে স্ক্রিনের ভিডিও ধারণ করতে পারবেন। এই টুলটির কিছু বিশেষ ফিচার রয়েছে, যেমন: রেকর্ডের জন্য জায়গা নির্বাচন, দ্রুত গতি, উচ্চ-মানসম্পন্ন, কোডেক ব্যবহার লোপ, অতি দ্রুত ভিডিও আউটপুট।
যেভাবে পদ্ধতিটি সম্পন্ন করবেন:
১। www.screencast-o-matic.com এ সাইটে প্রবেশ করুন।
২। স্টার্ট রেকর্ডিং (start recording) ক্লিক করুন।
৩। java applet চালু করতে বললে run এ ক্লিক করুন অথবা java plugin ইন্সটল করুন। জাভা ইন্সটল সম্পন্ন হলে পেইজ টি রিফ্রেশ করুন।
৪। এরপর আপনি একটি নতুন ফ্রেম দেখতে পাবেন। সেটিকে সুবিধা মত রিসাইজ করে পছন্দমত জায়গায় রেকর্ডের জন্য নিয়ে যান।
৫। আপনি চাইলে রেজ্যুলেশন বা অন্যান্য পরিবর্তন সম্পাদন করতে পারেন।
৬। ফ্রেম সেটিং এবং অন্যান্য পরিবর্তন সম্পাদনের পর লাল রঙের গোল বাটনটিতে ক্লিক করুন।
রেকর্ড শেষ হওয়ার পর ১টি নতুন উইন্ডো আসবে ভিডিওটি সংরক্ষণের জন্য। এবার নির্দিষ্ট স্থানে প্রয়োজন মত ভিডিওটি সেভ করে নিন।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। চাইলে শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ।