LG কোম্পানী তাদের নতুন ফ্যাশনের সর্বশেষ নতুন স্মার্টফোন অবমুক্ত করেছে। স্মার্টফোনটির মডেল LG G Flex। ৩জি ও ৪জি ভারসনের এই স্মার্টফোনটি দেখতে এক কথায় অসাধারণ। LG কোম্পানী এই সেটটি রেভ্যুলুশন প্রোডাক্ট বলছে কারণ সেটটি পুরোপুরি ৯০০ তে কোনো ক্ষতি ছাড়াই বাঁকানো যায়। সাধারণত LG কোম্পানী বাংলাদেশে তাদের টেলিভিশন ও অন্যান্য পন্যের জন্য বিখ্যাত। কিন্তু তারা গুগলের সাথে কাজ করে মোবাইল বাজার কব্জা করার চেষ্টায় নিয়োজিত হয়েছে। ৮.৭ মিলি পুরু এই সেটটিতে রয়েছে ২.২৬ গিগাহার্জ ক্রাইট ৪০০ প্রসেসর। আমরা যারা সাধারণত স্মার্টফোন ব্যবহার করি তারা সবাই জানি যে ক্রাইট ৪০০ প্রসেসরটি বেশ দ্রুত গতির হয়ে থাকে আর সাথে ২ জিবি র্যাম সেটটিকে আরোও গতিশীল করে তুলবে।
নিচে সেটটির সম্পূর্ণ বিবরণ দেয়া হল-
সাধারণ বিষয় | ২জি নেটওয়ার্ক | জিএসএম ৮৫০ / ৯০০ / ১৮০০ / ১৯০০ |
সিডিএমএ ৮০০ / ১৯০০ | ||
৩জি নেটওয়ার্ক | এইচএসডিপিএ ৮৫০ / ১৯০০ / ২১০০ | |
সিডিএমএ ২০০০ ১xইভি-ডিও | ||
৪জি নেটওয়ার্ক | এলটিই ৮৫০ / ১৮০০ এলটিই-এ | |
সিম | মাইক্রো-সিম |
বডি | ডাইমেনশন | ১৬০.৫ x ৮১.৬ x ৮.৭ মিমি (৬.৩।২ x ৩.২১ x ০.৩৪ ইঞ্চি) |
ওজন | ১৭৭ গ্রাম | |
বিল্ড | বাঁকানো বডি এবং ডিস্প্লে |
ডিস্প্লে | টাইপ | বাঁকানো পি-ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রীণ, ১৬ মিলিওন কালার |
সাইজ | ৭২০ x ১২৮০ পিক্সেল, ৬ ইঞ্চি (~২৪৫ পিপিআই পিক্সেল ডেন্সিটি) | |
মাল্টিটাচ | হ্যাঁ |
সাউন্ড | এলার্ট টাইপ | ভাইব্রেশন, এমপি৩, ওয়াভ রিংটোন |
লাউডস্পীকার | হ্যাঁ | |
৩.৫ মিমি জ্যাক | হ্যাঁ | |
ডলবি মোবাইল সাউন্ড |
মেমোরি | কার্ড স্লট | না |
ইন্টার্নাল | ৩২ জিবি, ২ জিবি র্যাম |
ডাটা | জিপিআরএস | ক্লাস ১২ (৪+১/৩+২/২+৩/১+৪ স্লট), ৩২ – ৪৮ কেবিপিএস |
ইডজিই | ক্লাস ১২ | |
স্পীড | এইচএসডিপিএ, ৪২ এমবিপিএস; এইচএসইউপিএ, ২১ এমবিপিএস; এলটিই, ক্যাট৪, ৫০ এমবিপিএস , ইউএল ১৫০ এমবিপিএস ডিএল / ইভি-ডিও রেভ এ, আপটু ৩.১ এমবিপিএস | |
ওয়াইল্যান | ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ডুয়াল ব্যান্ড, ওয়াই-ফাই ডাইরেক্ট, ডিএলএনএ, ওয়াই-ফাই হটস্পট | |
ব্লুটুথ | হ্যাঁ, ভারশন ৪.০ | |
এনএফসি | হ্যাঁ | |
ইনফ্রারেড পোর্ট | হ্যাঁ | |
ইউএসবি | হ্যাঁ, মাইক্রোইউএসবি v৩.০, ইউএসবি ওটিজি, ইউএসবি হোস্ট |
ক্যামেরা | প্রাইমারি | ১৩ মেগাপিক্সেল, অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, | ||
ভিডিও | হ্যাঁ, ১০৮০ পিক্সেল@৬০ এফপিএস | |||
সেকেন্ডারি | হ্যাঁ, ২.১ মেগাপিক্সেল, ১০৮০ পিক্সেল@৩০ এফপিএস | |||
ফিচারস | ওএস | অ্যান্ড্রয়েড, ভারশন ৪.২.২ (জেলীবিন) |
চিপসেট | ঙ্কোয়ালকম এমএসএম৮৯৭৪ স্ন্যাপড্রাগন এম৮৯৭৪ | |
সিপিইউ | কোয়াড-কোর ২.২৬ গিগাহার্য ক্রাইট ৪০০ | |
জিপিইউ | আড্রেনো ৩০০ |
ব্যাটারী | নন রিমুভাল এলআই-পিও ৩৫০০ মিলিঅ্যাম্পেয়ার | |
সেটটির বডি ডাইমেনশন হল ১৬০.৫ x ৮১.৬ x ৮.৭ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম। সেটটি ঙ্কোয়ালকম এমএসএম৮৯৭৪ স্ন্যাপড্রাগন এম৮৯৭৪ চিপসেট দ্বারা চালিত ও এর প্রসেসর কোয়াড-কোর ২.২৬ গিগাহার্য ক্রাইট ৪০০। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। সেটটি ডুয়াল সিম সাপোর্ট করে। এর বিল্ট-ইন মেমোরী ৩২ জিবি । সেটটির র্যাম ২ জিবি।
সেটটিতে আছে ৬ ইঞ্চির বেশ বড় বাঁকানো পি-ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রীণ, যার রেজুল্যুশন ৭২০ x ১২৮০ পিক্সেল। টাচস্ক্রিণটি ক্যাপাসিটিভ মাল্টিটাচ সাপোর্টেড। সেটটির সাথে G-Sensor, Light and Proximity Sensor গুলো দিয়ে দেয়া।
এই সেটটির প্রাইমারি ক্যামেরা হল ১৩ মেগাপিক্সেল। ছবির সর্বোচ্চ রেজুল্যুশন ৪১৬০ × ৩১২০ পিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা হল ২.১ মেগাপিক্সেল। ক্যামেরা অটোফোকাস। ক্যামেরাটি দিয়ে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি ভিডিও তোলা যায়। সাথে ফ্ল্যাশ লাইটও দেয়া।
সেটটিতে এফএম রেডিও ও ভয়েস রেকর্ডিং এর ব্যবস্থাও আছে। এর ব্লুটুথ ৪.০ ভারসনের যা লো এনার্জি ব্যবহার করে যে কোন ফাইল ট্রান্সফারে।
সেটটির একটি আকর্ষণীয় দিকটি হল এর ব্যাটারী সিস্টেম। সব মিলিয়ে ৩৫০০ mAh। দেশীয় বাজারে সেটটি এখনও অবমুক্ত করা হয়নি আর যদি হয় তাহলে দাম ধরা হবে ৬০,০০০ টাকার উপরে বা কাছাকাছি।
পোস্টটিতে ব্যবহৃত ছবি নেয়া হয়েছে www.gsmarena.com থেকে।