ফ্রিল্যান্সিং শব্দটি বাঙ্গালির কাছে আজ আর কোন অপরিচিত কিছু নয়। মিডিয়ার কল্যানেই হোক আর পাশের বন্ধুটির কারনে – আপনি একবার হলেও এটি শুনেছেন। অনেকের কাছেই মনে হয় ফ্রিল্যান্সিং বোধহয় সোনার ডিম পাড়া হাঁস। এলাম, দেখলাম জয় করলাম এর মত – একাউন্ট খুললাম, বিড করলাম, ডলার গুনলাম। আমদের মূল সমস্যা এখানেই, আমরা না জেনেই ধরে নিই চাইলেই আমি ফ্রিল্যন্সিং করতে পারব। অনেকটা এরকম যে, যদি আমাকে দিয়ে আর কিছু না হয় তবে আমি ফ্রিল্যান্সিং করব। তাদের এই অজ্ঞতা এবং লোভকে পুঁজি করে দেশে চলছে বিজনেস। কিন্তু এর মাঝেও সফল লোকজন আছেন, ভালো মানুষ আছেন। আমাদের এবারের চেষ্টা থাকবে সেই সকল ব্যক্তিদের সাথে সরাসরি কথা বলা এবং তুলে নিয়ে আসা তাদের সাফল্যের কথা, ব্যর্থতার কথা এবং নতুনদের জন্য তাদের উপদেশ।
আজকের এই ভিডিওতে আমি (https://www.fb.com/delwarjahan.public) এবং হাসান জায়েদ (https://www.fb.com/hasan.md.jaed) কিছু প্রাথমিক সমস্যা নিয়ে কথা বলেছি। সামনে আমারা আরো এক্সপার্টদের কাছে যাচ্ছি, তাই আপনার প্রশ্নগুলো আমাদের পাঠাতে পারেন এবং আমরা তাদের কাছে সরাসরি আপনার প্রশ্নগুলো করব।
বিঃদ্রঃ এটি আমাদের প্রাইমারি বা টেস্ট প্রডাকশন বলতে পারেন। প্রচুর ভুলত্রুটি রয়ে গেছে, আশা করছি সামনে আমরা আরো ভালো কোয়ালিটি আপনাদের সামনে আনতে পারব।
ভাল্লাগছে… how to earn money টাইটেল দিয়ে ব্লগ খুলছে অথচ নিজেই এখনো মানি আর্ন করে নাই 😛 ।
ব্লগিং টা এককালে নেশা ছিল অবশ্য যখন বলতে গেলে পিচ্চি বাচ্চা ক্লাস নাইনে পরি তখন অবশ্য ওয়েব ডেভলপমেন্টের দিকে ঝোক ছিলো ২০০৯ থেকেই ব্লগস্পট নিয়া নাড়া চাড়া শুরু করি আয়ের জন্য না জাস্ট ভাল্লাগতো তাই । ডিজাইন করতে ভাল্লাগতো ব্লগে নতুন কোন উইজেট এড করতে পারলে … হা এইতো আমি পারতেছি মানে অন্যরকম একটা ফিলিংস ছিল সেই সময়ে ।ফ্রীল্যন্সিং করবো বলে স্টেপ নিলাম ২০১৩ থেকে প্রোপার গাইডনেস না থাকার কারনে কয়েকবার ছেকা খাই আর যাদের কাছ থেকে গাইড নিতে গেছি তাদের ডিমান্ড ছিলো অনেক হাই , কিভাবে খাইছি সেইটা শুনলে হয়ত আমারে বলদ ছাড়া আর কিছুই ভাববেন না । রিসোর্স গুলা খোজা শুরু করলা ১৪ থেকে তখনো এত হাতের নাগালে ছিলো না । খুজতে খুজতে শিখতে শিখতে আজকে আপওয়ার্কে প্রোফাইল ১০০% কিন্তু টেস্টও দিছি কয়েকটা পেমেন্ট উইথড্র মেথড ভেরিফাই করতে গিয়া আটকাইয়া আছি 😛 । বিড একমাত্র সে কাজ গুলাতেই করি যেই কাজ গুলা খুভ ভাল ভাবে পারবো । কিন্তু আফসো একটা কাজও এখনো পাই নাই অবশ্য বিড করা ধরছি ১০কি ১৫দিন হইলো 😛 । দোয়া করবেন রনি ভাই ও জায়েদ ভাই 🙂
একটা প্রশ্ন ছিলো …আমার ফ্রীল্যান্সারে প্রোফাইল খুলছিলাম ২০১৪তে সেইটা দিয়া এখন কাজ করা শুরু করছি মানে বিড করা । কাজ পেতে কি সমস্যা হবে ? ক্লায়েন্ট তো দেখবে যে আমি ফ্রীল্যান্সার কমিউনিটির সাথে যুক্ত ১৪সাল থেকে কিন্তু কোন কাজ করি নাই । তার তো এমনো ধারনা হইতে পারে যে সে এতদিনও যেহেতু কাজ পায় নাই সো সে এক্সপার্ট না । এ ক্ষেত্রে কি আমার নতুন প্রোফাইল খোলা উচিত ?? ফ্রীল্যান্সার.কম এ ?
বহুত বড় কমেন্ট কইরা ফেলছি পুরাটা পরার সময় না থাকলেও শেষের প্রশ্নগুলার উত্তর দিয়েন 🙂 ধন্যবাদ জায়েদ ভাই । আর রনি ভাইকেও ধন্যবাদ আমি রনি ভাইয়ের v.Blog দেইখা শেষ কইরা ফেলছি । freelancing এর ক্ষেত্রে খুটি নাটি তথ্য গুলা দিয়ে আমাদের আপনারা অনেক উপকৃত করতেছেন । ভাইয়ারা চালায়া যান যেন এই পিচ্চি পিচ্চি ভাই গুলা উপকার পায় 🙂
পুরোন প্রোফাইলে হলে আপওয়ার্কে কোন সমস্যা নাই। আমাদের দেয়া তথ্য আপনার উপকারে লেগেছে জেনে আনন্দিত।
Roni vai asa kori apni aro valo tipes diye amader help korben
apnar jonno shuvo kamona….#
আমি SEO জানার পরেও অনলাইন থেকে আয় করতে পারিনা ৷ কিভাবে আয় করতে পারবো একটু হেল্প করবেন?
খালি জানলেই হবে না সেটাকে কাজে তো লাগাতে হবে। আপনি এফিলিয়েট মার্কেটিং নিয়ে পড়া শুরু করুন। SEO এর সার্ভিস সেল করা শুরু করুন।