আজ আপনাদের Firefox ব্রাউজার সংক্রান্ত কিছু কৌশল শেখাব যা আপনাদের ব্রাউজিং এ অনেক উপকারে আসবে, এবং দ্রুত অনেক কাজ করে নিতে পারবেন। বর্তমান এই ইন্টারনেটের যুগে কিছু ভালো ব্রাউজার এর মধ্যে Firefox অন্যতম। তাই আমার কিছু কৌশল আপনাদের Firefox ব্যবহার আরও স্বাচ্ছন্দ্যর করে তুলবে।
চলুন কৌশলগুলো দেখা যাক:
- কীবোর্ড শর্টকাট সমুহ:
i. Shift+Spacebar (পেইজ উপরে তোলা)
ii. Spacebar (পেইজ নিচে নামানো)
iii. Ctrl + F (খোঁজা)
iv. Alt+N (পরবর্তী খোঁজ চালানো)
v. Ctrl+D (পেইজ বুকমার্ক করা)
vi. Ctrl+T (নতুন ট্যাব চালু করা)
vii. Ctrl +L (এড্রেসবারে যাওয়া)
viii. Ctrl +k (সার্চ বক্স এ যাওয়া)
ix. Ctrl++(লিখার সাইজ বড় করা)
x. Ctrl +- (লিখার সাইজ ছোট করা)
xi. Ctrl+W (বর্তমান থাকা ট্যাব বন্ধ করা)
xii. F5 (রিলোড করা)
xiii. Alt+Home (হোম পেজ ওপেন করা)
- Firefox ব্যবহারের সময় আপনি আপনার screen space বাড়াতে পারেন। এজন্য প্রথমে view click করুন। এরপর Toolbar এবং customize এ click করে “use small icons” box টি check করে দিন।
- আপনি address bar- এ শুধু site এর নাম লিখে ( ‘www’ অথবা ‘.com’ ছাড়া) control+Enter press করুন। এতে আপনি সরাসরি সেই সাইট এ ব্রাউজ করতে পারবেন। এছাড়া আপনি যদি shift+Enter press করেন তাহলে তা Google.com এ সম্ভাব্য site গুলো suggestion দেখাবে।
- মাউস শর্কাট সমুহ:
i. Middle Click on link (লিঙ্কটিকে নতুন ট্যাব এ চালু করবে)
ii. Shift+Scroll Down (পূর্ববর্তী পেজে যাওয়া)
iii. Shift+Scroll up (পরবর্তী পেজে যাওয়া)
iv. Ctrl+Scroll down (লিখার সাইজ বড় করা)
v. Middle Click on tab (ট্যাবটি বন্ধ করা)
- আপনি ব্রাউজার এর bookmarks এর keyboard shortcut করতে পারেন। bookmarks এ right click করে properties এ click করুন। এরপর keyboard field টি যেকোনো একটি character দিয়ে পূরণ করে তা সেভ করুন। এরপর আপনি শুধু ঐ character টি আপনি সেই bookmark এর shortcut হিসাবে ব্যবহার করতে পারবেন।
- Firefox আপনার পিসি তে অনেক বেশি memory ব্যবহার করে। আপনি সহজেই এটি কমিয়া আনতে পারেন। প্রথমে Address bar এ “about:config” লিখে enter চাপুন। এরপর “Browser.cache.disk.capacity” select করে নিজের ইচ্ছামত value ঠিক করে নিতে পারেন। যাদের পিসির RAM কম অর্থাৎ 512MB অথবা 1GB তারা 15000 লিখে select করে দিন।
- আপনি Firefox minimized অবস্থাতেও RAM usage কমাতে পারেন। এজন্য প্রথমে about:configএ যান। এখন Right click করে New->Boolean select করে “config.trim_on_minimize” নাম দিন এবং value true সেট করুন। সবশেষে Firefox restart দিন।
- ব্রাউজিং এর সময় খোলা tab গুলোর মধ্যে interchange অথবা select এর জন্য আপনি mouse এর পরিবর্তে keyboard ব্যবহার করতে পারবেন। tab সম্পর্কিত keyboard shortcut সমুহঃ
- Ctrl+Tab (tab সমূহ সামনের দিকে select করার জন্য)
- Ctrl+shift+tab (tab সমূহ পেছনের দিকে select করার জন্য)
- Ctrl+1+9 (নির্দিষ্টtab এ নাম্বার অনুযায়ী select করার জন্য)
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন টিপস ও ট্রিক্স জানতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
আমি ছোটবেলা থেকেই ফায়ারফক্স ব্যবহার করি ৷