আজকের পোস্টে আমরা দেখবো যে একটি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড আসল নাকি নকল তা কিভাবে বোঝা যায়।
অনেক সময় আমরা সস্তায় অনেক বেশী ডাটা ধারণ ক্ষমতা সম্পন্ন পেন ড্রাইভ বা মেমোরি কার্ড কিনে থাকি। আসলে বিক্রেতারা চাটুকারিতার সাথে আমাদের বেশী ধারণ ক্ষমতার কথা বলে এসব ডাটা সংরক্ষণের ডিভাইস বিক্রি করে থাকে। সত্যি কথা বলতে এগুলো এক ধরনের লোক ঠকানো কাজ।
এ ধরনের লোক ঠকানো কাজ আজকাল প্রায়ই হয়ে থাকে। বিশেষ করে মোবাইল মেমোরি কার্ডের ক্ষেত্রে। এই সমস্যা থেকে কিভাবে রেহাই সম্ভব তাই আমরা আজকে দেখবো।
কিভাবে বুঝবো যে পেনড্রাইভের যে কেনা পেনড্রাইভ/ মেমোরি কার্ডটি আসল তা জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
প্রথমে এই লিঙ্কে চাপ দিয়ে h2testtw.exe ফাইলটি নামিয়ে নিন।
ফাইলটি ইন্সটল করে নিন।
পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি ফরম্যাট করে নিন।
এবার h2testtw.exe রান করে Select Target এ ক্লিক করে পেনড্রাইভ/ মেমোরি কার্ডটি চিনিয়ে দিন।
এবার Write + Verify এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন প্রক্রিয়া সম্পন্ন হবার জন্য।
প্রক্রিয়া শেষ হবার পর আপনাকে একটি তথ্য দেয়া হবে “Complete without any error”, তার মানে পেনড্রাইভে কোন সমস্যা নেই। আর যদি দেখায় “Finds Errors” তখন বুঝতে হবে পেনড্রাইভে সমস্যা রয়েছে। এবং তা মেমোরি সংক্রান্ত নাকি অন্য কোন সমস্যা তাও দেখতে পারবেন।
এই ছিল সহজ উপায়ে আসল-নকল স্টোরেজ সমৃদ্ধ পেনড্রাইভ/ মেমোরি কার্ড চেনার উপায়। আশা করি আপনাদের উপকারে আসবে। সকল কে ধন্যবাদ।