একদিন আমি আমার ফ্ল্যাশ ড্রাইভে একটি সমস্যার সম্মুখীন হই । আমার ফ্ল্যাশ ড্রাইভ গুরুত্বপূর্ণ ফাইলে পরিপূর্ণ ছিলো । যখন ফাইলে ডাবল ক্লিক করি কিন্তু ফাইল ওপেন হচ্ছে না । তাছাড়া ফোল্ডার গুলো দেখতে ফোল্ডার শর্টকাট এর মতো লাগছিলো এবং ফাইলগুলোর সাইজ ১ কিলোবাইট হয়ে গেছে । প্রতিটি ফোল্ডার এর নাম ঠিক আছে কিন্তু আইকন শর্টকাট এর মতো ছিল এবং অরজিনাল ফোল্ডারগুলো হিডেন হয়ে গেছে ।
আপনিও হয়তো আপনার এক্সটারনাল হার্ডডিস্ক বা অন্য কোন ইউএসবি স্টোরেজ ডিভাইসে এই একই সমস্যায় ভুগছেন ? তাহলে আমাকে আনুসরণ করুন আমি এর সমাধান দিচ্ছি । এটি একটি সুরক্ষিত ডেটা রিকভারি সফটওয়্যার । এই সমস্যা সমাধানের অনেক উপায় ইন্টারনেটে আছে এবং আমি চেষ্টাও করেছি কিন্তু অধিকাংশ সমাধান কঠিন ছিল । তাই অনেক ঘাটাঘাটি করার পর এই সমস্যা উত্তরণের একটি সহজ সমাধান পেলাম যা আপনাদের সাথে শেয়ার করছি …
প্রথমত নীচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন…
https://www.dropbox.com/s/n9v78mdu54nk8em/ShortcutVirusRemover.bat
Shortcut Virus Remover একটি সহজ অ্যাপ্লিকেশন যখন আপনি এই ধরনের সমস্যায় পরবেন তখনই শর্টকাট ভাইরাস রিমুভার রান করে দিন ।
১. আপনার ইউএসবি স্টোরেজ ডিভাইসে ShortcutVirusRemover.bat ডাউনলোড করুন ।
২. ডাবল ক্লিক করে অ্যাপ্লিকেশনটি রান করে এন্টার প্রেস করুন ।
যখন শর্টকাট ভাইরাস দ্বারা আপনার ফ্ল্যাশ ড্রাইভ আক্রান্ত হবে তখনি খুব সহজে শর্টকাট ভাইরাস রিমুভার রান করুন দেখবেন আপনার সকল ডেটা রিকভার হয়ে গেছে শুধুমাত্র শর্টকাট আকারের আইকন গুলো ডিলিট/ রিমুভ হয়ে গেছে । কোনকিছু সেটিংস্ করার প্রয়োজন নেই । শর্টকাট ভাইরাস রিমুভার যেকোনো এক্সটারনাল স্টোরেজ ডিভাইস, ফ্ল্যাশ ড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক,এসডি কার্ড ,আই প্যাড ইত্যাদি ডিভাইসে সাপোর্ট করে ।