যারা উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন তাদের বিভিন্ন কমান্ড দেওয়ার জন্য RUN প্রোপার্টিজ এর প্রয়োজন হয় । উইন্ডোজ সেটআপ দেওয়ার পর স্টার্ট মেনুতে বাই ডিফল্ট RUN প্রোপার্টিজটি দেওয়া থাকে না । উইন্ডোজ ৭ ও ৮ এর স্টার্ট মেনুতে RUN প্রোপার্টিজটি সেটিং করার জন্য নীচের প্রক্রিয়াটি অনুসরন করুন।
উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে–
১. ডেস্কটপের নীচের দিকে Taskbar -এ মাউস এর কারসর রেখে রাইট বাটন ক্লিক করে Properties- ক্লিক করুন ।
২. তারপর Start Menu- বাটনে ক্লিক করুন ।
৩. Customize – বাটনে ক্লিক করুন ।
৪. তারপর একটু নীচের দিকে Run Command –এর বাম দিকের বক্সে মার্ক করে দিয়ে OK বাটনে ক্লিক করুন ।
পরিশেষে, Apply—-Ok বাটনে ক্লিক করুন । এবার Start বাটনে ক্লিক করুন দেখবেন Run কমান্ডটি চলে এসেছে ।
উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে—
১. প্রথমে ডেস্কটপের ডান দিকে কর্নারে মাউসের কারসর রাখলে একটি মেনু আসবে, এখান থেকে Search icon- টিতে ক্লিক করুন । একটি বক্স দেখা যাবে ।
২. বক্সে Run লিখুন এবং বাম দিকে Run-এর একটি আইকন দেখতে পাবেন ।
৩. তারপর Run আইকনটি সিলেক্ট করে Pin to Taskbar ক্লিক করে দিন । এবার খেয়াল করে দেখুন টাস্কবার এ Run কমান্ডটি চলে এসেছে ।