ভাইরাস নামটির সাথে আমরা সবাই অতি পরিচিত । এই ভাইরাস এর কারণে আমাদের উইন্ডোজ কতবার না সেটআপ দিতে হয়েছে । বিশেষ করে USB Disk ( Pendrive ) এর সাথে ভাইরাস অঙ্গাওঙ্গি ভাবে জড়িত । .exe এক্সটেনশন এর কিছু ভাইরাস ফাইল পেনড্রাইভ এ হিডেন(Hidden) অবস্থায় থাকে যা কম্পিউটারে পেনড্রাইভ দেওয়ার সাথে সাথে একটিভ হয়ে যায় । যার ফলে উইন্ডোজ চালু হতে সময় নেই বা প্রয়োজনীয় কাজের ব্যাঘাত ঘটে । তাই USB Drive দেওয়ার সাথে সাথে যাতে .exe ফাইল দ্বারা উইন্ডোজ ভাইরাস আক্রান্ত হতে না পারে সেজন্য Auto play অপশনটি বন্ধ করে দিতে হয় । আর এটা করার উপায় নীচে দেওয়া হল-
উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে-
১. প্রথমে Start Menu থেকে Run– এ ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc তারপর OK বাটনে ক্লিক করুন ।
২. তারপর Administrative Templates –এ ক্লিক করে ডান দিকের All Settings – এ ডাবল ক্লিক করুন ।
৩. তারপর Turn Off Auto play……..Not Configured –লেখাটিতে ডাবল ক্লিক করুন ।
৪. বাম দিকে Enable লেখাটিতে মার্ক করে Apply ও OK বাটনে ক্লিক করে দিন ।
৫. নীচের চিত্রের মতো Turn Off Auto play……..Enable লেখাটি দেখতে পাবেন ।
ব্যাস, হয়ে গেলো Turn off Auto play- বন্ধ করা । এবার USB তে পেনড্রাইভ কানেক্ট করলে অটোমেটিক চালু হবে না । My Computer-এ গিয়ে Expand বা Explore করে পেনড্রাইভটি ওপেন করতে হবে । একটি বিষয় লক্ষণীয়, পেনড্রাইভ এ কখনোও ডাবল ক্লিক করবেন না ।