আমরা পার্সোনাল পিসি বা ল্যাপটপকে লোকাল সার্ভার হিসেবে ব্যাবহার করার জন্য WAMP সার্ভার ব্যাবহার করি । উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম এ WAMP সার্ভার সেটআপ দেওয়ার পর কিছু অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি তার মধ্য অন্যতম হচ্ছে WAMP সার্ভারে কাজ করার পর পিসি সার্ট ডাউন দিলে বন্ধ হয় না বা Localhost কাজ করে না ইত্যাদি । তখন বাধ্য হয়ে সরাসরি সুইচড অফ করতে হয় যা পিসির জন্য ক্ষতিকর । অনেক চেষ্টার পর এর প্রধান কারন জানতে পারলাম এবং সমাধানের চেষ্টা করেছি যা আপনাদের সাথে শেয়ার করছি ।
মজার ব্যাপার হলো, উইন্ডোজ ৮ হচ্ছে IPV6 (Internet Protocol version 6)ফরমেটের প্রথম অপারেটিং সিস্টেম যা ইন্টারনেট প্রটোকলের সর্বশেষ ভার্সন এবং WAMP সার্ভারে শুধুমাত্র ডিফল্টরূপে IPv4 কনফিগার করা তাই এই আলাধা কনফিগারের কারনে উইন্ডোজ এর মধ্য কনফ্লিক্ট হচ্ছে । উইন্ডোজ ৮ IPv6 ব্যাবহার করে তা নিশ্চিন্ত হওয়ার জন্য Run-গিয়ে cmd টাইপ করে OK প্রেস করুন তারপর ping টাইপ করে এন্টার চাপুন আপনি IPv6 এর জন্য লুপব্যাক ঠিকানা যা :: 1 থেকে একটি উত্তর পাবেন।
তাই এই সমস্যা সমাধান করার জন্য নীচের প্রক্রিয়াগুলো লক্ষ্য করুন-
ধাপ-১ ঃ httpd.conf ফাইল পরিবর্তন–
১) আপনি যে ড্রাইভ এ WAMP সেটআপ করেছেন সেখানে গিয়ে Bin ফোল্ডার এ ক্লিক করুন । তারপর Apache> apache 2.4.4 ( এখানে যেকোনো ভার্সন হতে পারে) ফোল্ডার এ ক্লিক করুন । তারপর conf ফোল্ডার এ ক্লিক করুন । তারপর httpd.conf– এ রাইট বাটন ক্লিক করে Notepad দিয়ে ফাইলটি ওপেন করুন ।
২) Notepad দিয়ে ফাইলটি ওপেন করার পর Listen 80 এই লাইনটি খোঁজ করুন । Listen 80 লাইনটির আগে # (hash Symbol) যোগ করুন । তারপর এর নীচে Listen 0.0.0:80 লিখে সেভ করে Notepad থেকে বেরিয়ে আসুন ।
ধাপ-২ ঃ Host ফাইল পরিবর্তন করুন-
১) আবার Notepad ওপেন করে hosts ফাইলটি ওপেন করুন । উইন্ডোজ ৮ এ Notepad ওপেন করার জন্য Window Key + W প্রেস করে সার্চ বক্সে Notepad টাইপ করুন ।
২) তারপর বাম দিকে Notepad এর আইকন দেখতে পাবেন । এর উপর রাইট বাটন ক্লিক করলে নীচের দিকে অনেকগুলো অপশন আসবে এখান থেকে Run as administrator আইকনে ক্লিক করে Notepad ওপেন করুন ।
৩) এবার নোটপ্যাড থেকে File > Open এ ক্লিক করুন । তারপর C: Drive থেকে Windows > System32 > Drivers > etc –এ যান । etc তে প্রবেশ করার পর এখানে প্রথমত সব ফাইল দেখাবে না তাই এর নীচের দিকে Text Document (.txt). লেখার ড্রপডাউন মেনু থেকে All File সিলেক্ট করলে অনেকগুলো ফাইল দেখাবে এখান থেকে hosts ফাইলটি ওপেন করুন ।
৪) Host ফাইলের এর মধ্যে ::1 localhost লেখাটির আগে # সিম্বল যোগ করুন এবং এর নীচে 127.0.0.1 লেখাটি টাইপ করে সর্বশেষে সেভ বাটনে ক্লিক করুন ।
ধাপ-৩ ঃ সর্বশেষ WAMP রিস্টার্ট করুন-
এবার টাস্কবার এর নীচের ডানদিকের সিস্টেম ট্রে থেকে ওয়াম্প এর আইকন এ ক্লিক করে Restart All Services অপশন এ ক্লিক করুন । WAMP রিস্টার্ট হওয়ার পর এবার পিসি পুনরায় রিস্টার্ট করে ব্রাউজার ওপেন করে কাজ শুরু করে দেন । আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ।