Windows 7 এর লুকিয়ে থাকা কিছু ব্যাকগ্রাউন্ড থিম

Windows 7 এর বাই ডিফল্ট থিম ছাড়াও উইন্ডোজ ফোল্ডার এর ভিতরে কিছু থিম লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকে জানিনা । উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় যেহেতু ল্যাঙ্গুয়েজ MCT-US দেওয়া থাকে তাই এর উপর ভিত্তি করে থিমটি চলে আসে । কিন্তু আপনি চাইলে খুব সহজেই সবগুলো থিম ব্যাবহার করতে পারেন । তাহলে দেখুন কিভাবে করা যায়……
প্রথমে, কীবোর্ড এর স্টার্ট মেনু থেকে রান এ অথবা যান Windows+R –এ চাপুন । এবার বক্সে Globalization লিখে এন্টার প্রেস করুন । একটি নতুন উইন্ডো আসবে এখানে MCT নামের একটি ফোল্ডার হিডেন অবস্থায় আছে যা আপনি উপরের সার্চ বক্সে MCT লিখে এন্টার দিন দেখবেন MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US  এবং  MCT-ZA নামের ফোল্ডার আসবে । ফোল্ডার গুলো ওপেন করলে থিম নামের একটি ফোল্ডার দেখতে পাবেন । এর ভিতরে ঢুকে ডাবল ক্লিক করুন । এবার উইন্ডোটি মিনিমাইজ করে পিসির ব্যাকগ্রাউন্ড এ নজর দিন দেখুন আপনার থিমটি পরিবর্তন হয়ে গেছে । এভাবে বাকী থিমগুলো সংগ্রহে রাখতে পারেন ।

Windows Theme

 

আপনার মতামত দিনঃ